অচেনা শহরের পথযাত্রী

কবিতা: অচেনা শহরের পথযাত্রী

0

- Advertisements -

কবিতা: অচেনা শহরের পথযাত্রী

লেখা: Orpita oyshorjo

আজ এ শহরের মানুষগুলো
ঘুমের সাগরে যাচ্ছে ডুবে,
মাঝ রাতে বসে ভাবছি আমি
জিবন টা কি এমন করে কেটে যাবে?

- Advertisements -

- Advertisements -

হঠাৎ আমি বেড়িয়ে যাই দেখতে শহরটাকে
তাই তো আমি চলছি নিস্তব্ধ পায়ে,
কেউ শুনে না আমার পায়ের শব্দ
চারিদিকে আজ শুধুই নিস্তব্ধ,
হেটে বেড়াই আমি অনেকখানি পথ
দেখতে চাই এই শহরের রাতে
কে আছে ঘুমিয়ে কেউ বা আছে জেগে।

রাস্তার বাতিগুলো জ্বলছে,
চারদিকে জনশূণ্য রাস্তা যেন
নিজের সাথেই কথা বলছে ।
এই কোলাহল শহরটা কেমন যেন পরিণত হয়েছে ঘুমন্ত শহরে!
আজ সব কিছুই ঠিকঠাক,
তারপরো শহর টা কেমন যেন লাগছে
আমার এ চেনা শহর কেমন যেন আজ অচেনা হয়ে গেছে।

আজ শুধুই মনে হচ্ছে ,কোথাও আমি খুব একা
দিন শেষে ও পাই না কারো দেখা,
আমার এই অগোছালো জীবনটায়
রাত শেষে সকাল হওয়ার পরও কিছু শূন্যতা থেকেই যায়।
এমন একটা শূন্যতা,
যার সাথে প্রতিনিয়ত লড়াই করে সকাল থেকে দুপুর পেরোয়।
শত অন্যায় চোখের সম্মুখে দেখার পরেও
আজ আমি নীরব..
এই শহরের মানুষগুলো হয়তো আমাকে একে একে ভুলে যাচ্ছে সব।
এই শহরে হাঁটতে চাই ,
পারি দিতে চাই অনেকটা পথ
হয়তো হাঁটতে হাঁটতে আমিও একদিন বিরক্ত হয়ে যাবো..
নিজেই হয়ে যাবো অচেনা শহরের পথযাত্রী।

- Advertisements -

53%
ভালো হয়েছে

পোস্ট টি কেমন লেগেছে, আপনার মূল্যবান ভোট টি দিয়ে সাহায্য করুন

ভোট দিতে নিচের হলুদ রঙের স্টারে ক্লিক করুন। খুব ভালো হলে ৫ স্টার দিন, মোটামুটি ভালো হলে ৩ স্টার দিন, ভালো না হলে ১ স্টার দিন।

  • খুব ভালো হলে ৫ স্টার
  • মোটামুটি হলে ৩ স্টার
  • ভালো না হলে ১ স্টার দিন

খুব ভালো হলে ৫ স্টার দিন, মোটামুটি ভালো হলে ৩ স্টার দিন, ভালো না হলে ১ স্টার দিন।

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More