বাদুড় কি রাতে চোখে দেখতে পায়?

বাদুড় কি রাতে চোখে দেখতে পায়?

সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভাল আছেন। আমরা তদন্ত টিম প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের নতুন নতুন কিছু অজানা তথ্য পৌঁছে দেয়ার জন্য। তারই প্রেক্ষিতে আমরা তদন্ত টিম আজকে আলোচনা করব আরও কিছু  অজানা বিষয় নিয়ে। যা আপনাকে জ্ঞ্যানের ভান্ডার সমৃদ্ধ করতে সহায়তা করবে।

বাদুড় এমন একটি প্রাণী যা আমরা দিনের বেলা দেখতে পাইনা বাদুর কে স্বাধীনতা আমরা রাত্রেবেলা দেখতে পাই। কারণ বাদুড় রাত্রেবেলা বের হয় দিনের বেলা বাদুর কে খুঁজে পাওয়া যায় না।

যদি কোন বাগানে আমরা যাই তাহলে দেখব বাদুর উল্টোপাশে ঝুলে রয়েছে কারণ বাদুড়ে রাতের বেলা তারা স্বীকার করে থেকে খাদ্য গ্রহণের জন্য রাত্রেবেলা বের হয়। তাই অনেকেই ভেবে থাকে যে বাহাদুর হয়তোবা দেখতে পান অথবা রাতে দেখতে পায় তাই বাদর দিনে বের হয় না। তাই বের হয় কারণ বাদুড়ে দেখতে পাই।

আমাদের আজকের আলোচনার সত্যি বাদুর রাতে দেখতে পায় নাকি।বাদুড়   রাতে না দিনে  দেখতে পায়। আশাকরি আমাদের আজকের আলোচনাটি আপনারা পড়লে সঠিকভাবে উত্তর পেয়ে যাবেন। যে আসলে বাদুর রাতে দেখতে পায় নাকি দিনই দেখতে পায়। চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনাটি।

বাদুর রাতে দেখতে পায় কিনা

আমরা সচরাচর দিনে বাদুর দেখি না। আমরা সচরাচর রাতে বাদুর দেখি কারণ আমরা যখন বিভিন্ন ধরনের গাছে থাকা এই রাতের বেলা তখন দেখি বাদুর সেখানে খাবার খাচ্ছে। অর্থাৎ বাদুড়  রাতের বেলায় খেতে বের হয়।

তাই অনেকেই বলে থাকে যে বাদুর দিনের বেলা দেখতে পায়না। বাদুড় রাতের বেলা দেখতে পায়। আসলে সত্য কথা দিয়েছে যে বাদুর দিনের বেলা দেখতে পায়। রাতের বেলায় দেখতে পায়।

কিন্তু বাদুর দিনের বেলা বের হয় না। কারণ দিনের বেলা মানুষকে বিভিন্নভাবে বিরক্ত করে থাকে। তাই তারা দিনের বেলা বাদুড় বাদুড় রাতের বেলা বের হয়। রাতের বেলা ভালোভাবে দেখতে পায় রাতের বেলা দেখে বাদুর সবকিছু আবছা আবছা দেখতে পারে রাতের বেলা কিন্তু সম্পূর্ণভাবে সে রাতের বেলা দেখতে পায় না।

কিন্তু আমাদের অনেকের ধারণা বাদুর হয়তোবা দিনেও দেখতে পায় আবার বাদুর  হয়তোবা দিনে দেখতে পাইনি। তাই আমরা অনেকেই মনে করে থাকে বাদুর শুধু রাতে দেখতে পায় বা দিনে দেখতে পায় না।

কিন্তু আসল কথা হচ্ছে বাদুড় দিনে দেখতে পায়। আর রাতে বাদুর আবসা আবসা  দেখতে পায়। কিন্তু বাদুর রাতের তুলনায় দিনের বেলা স্বচ্ছভাবে সবকিছু দেখতে পাই বেশি।

আশা করি আপনারা আপনাদের অনেক অজানা তথ্যের রহস্যময় উত্তর পেয়ে গেছেন। আমরা আমাদের পরবর্তী আলোচনায় আপনাদের আরো কিছু রহস্যময় প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। সুস্থ  থাকুন, পাশে থাকবেন। চোখ রাখুন আমাদের ওয়েবসাইট তদন্তে।

Comments are closed.