বীণের আওয়াজ এ কি সত্যি সাপ বশীভূত হয়?
বীণের আওয়াজ এ কি সত্যি সাপ বশীভূত হয়
- Advertisements -
সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভাল আছেন। আমরা তদন্ত টিম প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের নতুন নতুন কিছু অজানা তথ্য পৌঁছে দেয়ার জন্য। তারই প্রেক্ষিতে আমরা তদন্ত টিম আজকে আলোচনা করব আরও কিছু অজানা বিষয় নিয়ে। যা আপনাকে জ্ঞ্যানের ভান্ডার সমৃদ্ধ করতে সহায়তা করবে।
আমাদের গ্রাম বাংলার আশেপাশে প্রায়ই দেখা যায় যে বিভিন্ন সাপুড়ে সাপ খেলা দেখায়। সাপুড়েদের পেশা হচ্ছে সাপ খেলা দেখান। এবং তারা সাপ খেলা দেখিয়ে জীবন নির্বাহ করে। তারা একটি বিশেষ পদ্ধতিতে সাপ খেলা দেখিয়ে থাকে।
অর্থাৎ তারা বীণের মাধ্যমে সাপ খেলা দেখিয়ে থাকে। আমরা প্রায়ই দেখি যে সাপুড়েরা বীণ বাজায় এবং সাপ বীণের তালে তালে নাচতে থাকে।
- Advertisements -
আমাদের অনেকেরই ধারণা যে বীন এর সাহায্যে সাপকে বশীভূত করা যায়। অর্থাৎ প্রায় মাঝে মাঝে গ্রামের ঝোপঝাড়ের বিভিন্ন ধরনের সাপ দেখা যায়। তখন সবাই ধারণা করে থাকেন যে তারা সাপুড়ে ডাকবেন। কারণ সাপুড়েরা আসবে আর বীণ বাজাবে যাবে আর সাপ বসীভুত হয়ে ধরা দেবে। আদৌ বিনের আওয়াজ বশীভূত হয় না।
আমাদের আজকের আলোচনার সাপ কি সত্যি সত্যি বশীভূত হয় কিনা? চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনাটি
যখন সাপুড়ের সাপ খেলা দেখায় বা বিভিন্ন জায়গায় সাপ ধরতে যায় তখন তাদের প্রধান অস্ত্র থাকে বীণ। তারা বীণের বিভিন্ন ধরনের সুর তোলে। আর এই সুরের মাধ্যমে সাপ তার মাথা নাচিয়ে খেলা করে। যার ফলে আমরা আনন্দ পাই। আমরা মনে করি যে বীণের আওয়াজে নাচানাচি করছে।
- Advertisements -
অথবা সাপের বিনের সাহায্যে সাপুড়ের কাছে গিয়ে ধরা দেয়। যার ফলে আমরা মনে করি যে, কোন সাপ বীণের আওয়াজে সাপুড়ের নিকট ধরা দেয়। কিন্তু এই ধারনাটি সম্পুর্ন ভুল যে বীণের আওয়াজে বশীভূত হয় বা সাপ বিনের আওয়াজ এর মাধ্যমে খেলা করে।
আসলে বিজ্ঞানীদের মতে মতে সাপের কোন শ্রবণ শক্তি বা শ্রবণ অঙ্গ নেই। যার ফলে বিন বাজনা কেন? সাপ বিনের শব্দ টের পাবেনা। সাপুড়েরা আমাদের ধোকা দেয়। তারা বীণেরর শব্দে সাপ খেলা দেখায় বলে থাকেন।
বিনের বশীভূত করে থাকেন বলে বলে থাকেন। কিন্তু আসলেই কোন সাপুড়েই বণ দিয়ে সাপ দিয়ে বশীভূত করতে পারে না। কারণ সাপের শ্রবণ শক্তি নেই। তাই যে কোনো শব্দ শুনতে পাবেনা বা যে কোন আওয়াজ শুনতে পারে না।
সাপুড়েরা সাপের বিষ দাঁত ভেঙে ফেলা এবং সাপকে এমনভাবে বশীভূত করে যে তারা বীণ যেভাবে ঘুরাবে সেভাবেই সাপ তার মাথা দুলিয়ে সাড়া দেবে। যার ফলে আমরা যখন দেখি যে সাপুড়ের বীন ঘুরিয়ে ঘুরিয়ে সাপ মাথা দুলিয়ে নাচাচ্ছে।
তখন মনে করি যে সাপ বীণের শব্দে নাচতেছে। কিন্তু আসলে তা নয়। সাপ দেখার শক্তি রয়েছে। যার ফলে সাপ মাথা ঘুরানীর সাহায্যে নিজের মাথা ঘুরিয়ে আনন্দ দেয় সবাইকে।
আসলে সাপ কোন প্রকার আওয়াজ শুনতে পায় না। তাই আমরা বলতে পারি যে সাপ কোন প্রকার আওয়াজে বশীভূত হয় না। এমনকি সাপ কোন প্রকার বিনের আওয়াজ এ বশীভূত করা যায় না।
আশা করি আপনারা আপনাদের অনেক অজানা তথ্যের রহস্যময় উত্তর পেয়ে গেছেন। আমরা আমাদের পরবর্তী আলোচনায় আপনাদের আরো কিছু রহস্যময় প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, পাশে থাকবেন। চোখ রাখুন আমাদের ওয়েবসাইট তদন্তে।
- Advertisements -