মানব দেহের অজানা ১৫ টি তথ্য সম্পর্কে জেনে নিন

মানব দেহের অজানা ১৫ টি তথ্য

0

- Advertisements -

মানুষ বরাবরই সৃষ্টির সবচাইতে আকর্ষণীয় প্রাণী। কারণ মানব দেহ এবং মন দুটোর কোনোটিরই পরিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারে নি। বরং প্রতিনিয়তই মানব দেহ ও মন সম্পর্কে নতুন নতুন তথ্য হাজির হতে থাকে। এমন অনেক বিষয় রয়েছে যা আপনার সাথে সম্পর্কিত কিন্তু আপনি নিজেই তা জানেন না। আজকে এমনই কিছু অদ্ভুত, চমকপ্রদ, অজানা তথ্য নিয়ে এই ফিচার। চলুন তাহলে জেনে নেই মানব দেহ এর অজানা ১৫ টি তথ্য সম্পর্কে বিস্তারিত।

মানব দেহ এর অজানা ১৫ টি তথ্য

আজ মানব দেহ এর অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। যা  একটি মানুষের পূর্ণাঙ্গ দেহ কাঠামো, মাথা, ঘাড়, ধড় (যাতে অন্তর্ভুক্ত হলো বক্ষ এবং পেট), বাহু, হাত, পা এবং পায়ের পাতা পর্যন্ত। মানব দেহ এর প্রতিটি অংশই বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক। পরিণত অবস্থায়, মানব দেহ এর কোষের সংখ্যা থাকে গড়ে প্রায় ৩৭.২ ট্রিলিয়ন। নিচে মানব দেহ এর ১৫ টি অজানা তথ্য পয়েন্ট আকারে তুলে ধরা হলো।

- Advertisements -

১) আপনার মত মানুষ  : আপনার মতো চেহারার প্রায় ৬ জন মানুষ রয়েছে পৃথিবীতে এবং আপনার পুরো জীবনে প্রায় ৯% সম্ভাবনা রয়েছে আপনার চেহারার কারো সাথে দেখা হওয়ার।

২) মৃত্যুর সম্ভাবনা  : আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান। তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

৩) বালিশ ছাড়া ঘুম : বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

৪) মানুষের উচ্চতা নির্ধারণ : মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

৫) মস্তিষ্কের আকর্ষণ :মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

৬) চোয়ালের দ্বারা খাবার চিবানো : ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

আরও দেখুন
1 of 10

- Advertisements -

৭) মৌমাছির উপকার :

অ্যালবার্ট আইনস্টাইনের মতে, যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

৮) আপেলের ভিন্ন প্রজাতি : পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান। তারপরও সব প্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

৯) ঘুমের প্রয়োজনীয়তা :  আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

১০) অত্যাধিক হাসির উপকারীতা : যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

১১) ধূমপানের ক্ষতিকর দিক : ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততোটাই মানুষ অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

১২) মস্তিষ্কের তথ্য ধারণ করার ক্ষমতা : মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।
১৩) মানব দেহে এর তাপমাত্রা :  আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

১৪) পাকস্থলীর এসিড : আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

১৫) পরনের জুতার মাধ্যমে ব্যক্তিত্ব নির্ধারণ : মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

বন্ধুরা, এই ছিল মানব দেহ এর ১৫ টি অজানা তথ্য যা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আর মানব দেহ সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

- Advertisements -

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More