সুপ্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভাল আছেন। আমরা তদন্ত টিম প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের নতুন নতুন কিছু অজানা তথ্য পৌঁছে দেয়ার জন্য। তারই প্রেক্ষিতে আমরা তদন্ত টিম আজকে আলোচনা করব আরও কিছু অজানা বিষয় নিয়ে। যা আপনাকে জ্ঞ্যানের ভান্ডার সমৃদ্ধ করতে সহায়তা করবে।
সাপ বহুল পরিচিত একটি প্রাণী। যা আমরা প্রায়ই আশেপাশে দেখে থাকি। কিন্তু আমরা যেগুলো সব আশেপাশে দেখে থাকি সেগুলো সাধারনত ভয়ংকর হয় না। কিন্তু প্রায়ই ঝোপঝাড়ের জঙ্গলে দেখা যায় কিছু কিছু ভয়ঙ্কর সাপ আর আমরা ছোট থেকেই একটা শিক্ষা নিয়ে আছি।
যে সাপের মাথায় হয়তোবা নাগমণি থাকে অর্থাৎ সাপুড়েরা যে বড় বড় সাপ ধরে সেগুলোর মাথায় হয়তবা তারা নাগমণি পেয়ে থাকেন। কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে। আমাদের মাঝে এই বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে যে সাপের মাথায় মনি থাকে।
আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ যখন আগে থেকেই গ্রামে গ্রামে সাপের খেলা দেখাত। কিছু সাপুড়ের সাপ ধরা একটি সাহসের পেশা। তাই অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত থাকে না। এবং অনেকেই এই পেশা সম্পর্কে কিছু জানতেও চাইনা কারণ এই কঠিন পেশা কেউ নিতে চায় না।
কিন্তু যারা এই সাহসের পেশায় যায় তারা অনেক মিথ্যা কথা বলে। কারণ সাপ ধরতে গিয়ে তারা অনেক কষ্টের শিকার হয় কেউ কেউ বা মৃত্যুবরণ করে। তাই তারা অতিরিক্ত ফায়দা পাওয়ার আশায় এমন কিছু মিথ্যা কথা বলে যা লোকমুখে এতটাই পরিচিতি পেয়ে এসেছে। যে আসলেই হয়তোবা সাপের মাথায় নাগমণি থাকে।
আমাদের আজকের আলোচনার সাপের মাথায় কি আদৌ নাগমণি থাকে এইটা নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনাটি আশা করা যায় আপনারা যদি আমাদের আজকের আলোচনাটি খুব মনোযোগ সহকারে পাঠ করেন। তাহলে আপনাদের ধারণাটি চলে যেতে পারে ইনশাল্লাহ।
আসলে সত্য কথা বলতে সাপের মাথায় কোন নাগমণি থাকে না। কিছু কিছু অসাধু সাপুড়ে রয়েছে যারা অনেক কষ্ট করে সাপ ধরে থাকেন। কিন্তু গ্রামে গ্রামে সাপ খেলা দেখানোর ফলে তারা সঠিক ন্যায্যমূল্য পান না। তারা এতটা কষ্ট করে জীবনের বিপন্ন যে নেতারা সাপ ধরতে যান।
এবং তারা বিভিন্ন ধরনের সাবধান কারণ আমাদের আশেপাশের যেসব সাপ রয়েছে সেগুলো উত্তর না তাই সেগুলো আমরা দেখে মজা পাইনা। আমরা দেখে মজা পায় তাই তারা জীবনের রিস্ক নিয়ে বিস্তর সাপ ধরতে যাবে।
এবং তারা সেই বিষধর সাপ ধরে ফেলেন তারা এসে সাপ খেলা দেখার সময় বলেন যে তারা সাপের মাথায় নাগমণি পেয়েছেন। আসলে সাপের মাথায় কোন মানে থাকেনা। সাপের মাথার চামড়ার অংশটুকু কিছু দৃষ্টিনন্দন পাথরের মধ্যে বসিয়ে দেয়।
অর্থাৎ তারা সাপের মাথার চামড়া কেটে তার মধ্যে দৃষ্টিনন্দন পাথর আঠা দিয়ে লাগিয়ে এমনভাবে বসিয়ে দেয় জানো সাপের মাথায় মনি বড় হয়ে এসেছে। তাই আমরা এই ধারণাটি পেয়েছি যে সাপের মাথায় মনি থাকে। আসলে সাপের মাথায় মনি থাকে না। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা।
উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে সাপের মাথায় যে মনি থাকে একটি প্রচলিত কথা রয়েছে সেটি সম্পূর্ণ ভুল। আসলে সাপের মাথায় কোন মনে থাকেনা। এবং কিছু সাপুরিয়া সাপের মাথার চামড়া কেটে তার উপর কিছু দৃষ্টিনন্দন পাথর বসিয়ে দিয়ে সাপের মনি বলে চালিয়ে দেয়। সেগুলো আমরা বিশ্বাস করে থাকি।
আশা করি আপনারা আপনাদের অনেক অজানা তথ্যের রহস্যময় উত্তর পেয়ে গেছেন। আমরা আমাদের পরবর্তী আলোচনায় আপনাদের আরো কিছু রহস্যময় প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, পাশে থাকবেন। চোখ রাখুন আমাদের ওয়েবসাইট তদন্তে।
Comments are closed.