কবিতাঃ সোনার বাংলাদেশ
_তৌহিদ রিফাত
এই যে মোদের দেশ
দেখতে দারূন বেশ,
সবুজ-সুজলা,শষ্য-শ্যমলা
নেই যেন এর শেষ।
এ দেশের মাঠে মাঠে
ফলে সোনার ফসল,
এই দেশের আকাশেতে
ওরে নানান খেচর।
এই দেশের বুক চিরে
বয়ে গেছে বহু গাঙ,
সেই গাঙের রুপ দেখে
জুড়ায় আমার প্রাণ।
এদেশের জঙ্গলেতে
ওরে নানান প্রাণী।
এদেশের মাটির নিচে
আছে নানান ক্ষণী।
এত গুণে গুণান্বিত
মোদের এই দেশ,
এই দেশের নাম হলো
সোনার বাংলাদেশ।
Comments are closed.