মানব দেহের অজানা তথ্য । ২৩ টি মজার অজানা তথ্য জানুন

মানব দেহের অজানা তথ্য

আমরা যে দেহ নিয়ে ঘুরে বেড়াই সেই মানব দেহেই রয়েছে অজানা অনেক মজার তথ্য। আসলে আমরা এই সব মজার তথ্য জানি না। মানুষের দেহের অধিকাংশ তথ্যই আমাদের অজানা। মাবব দেহে অনেক অদ্ভুত অজানা মজার তথ্য রয়েছে। চলুন জেনে নেয়া যাক মানব দেহের অজানা ২৩ টি মজার তথ্য।

মানব দেহের ২৩ টি মজার অজানা তথ্য

মানব দেহের অধিকাংশ তথ্যই অজানা থেকে যায় একজন মানুষের। মানুষের দেহ একটি বিশাল অজানা তথ্যের ভান্ডার। আজকে জেনে নেই মানুষের দেহের অজানা সব মজার মজার তথ্য। চলুন জেনে নেয়া যাক –

১। একজন মানুষ তার জীবদ্দশায় প্রায় ১৫০ লাখ কোটি তথ্য মনে রাখতে পারে।

২। তৃষ্ণা পাওয়া মানে, শরীর ১ শতাংশ পানি এরমধ্যেই হারিয়ে ফেলেছে।

৩। আমাদের মস্তিষ্কে যে বিদ্যুৎশক্তি আছে তা দিয়ে একটা ১০ ওয়াটের একটি বাল্ব জ্বালানো সম্ভব।

৪। মেয়েদের তুলনায় ছেলেদের জিহবায় স্বাদকোরক (টেস্টবাড) কম থাকে।

৫। মানুষের শরীরের সবচেয়ে শক্ত পদার্থ দাঁতের এনামেল।

৬। নিজের নাক টিপে ধরে রেখে গুনগুন করা অসম্ভব।

৭। মস্তিষ্ক প্রতি ঘন্টায় ২৭৪ কিলোমিটার বেগে স্নায়ুতে অনুভূতি প্রেরণ করতে পারে।

৮। মানুষের চোখ ক্যামেরার পারিভাষায় ৫৭৬ মেগাপিক্সেলের।

৯। মানুষের নাক আর কানের বৃদ্ধি কখনো থেমে যায় না।

১০। আপনি জীবনে যদি একবারও চুল না কাটেন, তবে তা ৭২৫ কিলোমিটার লম্বা হবে।

১১। গন্ধ শুঁকেও ওজন কমানো সম্ভব। আপেল আর কলার ঘ্রাণে নাকি ওজন কমে।

১২। মানুষ পৃথিবীতে একমাত্র একটি প্রাণী যে চিৎ হয়ে ঘুমাতে পারে।

১৩। সুস্থ সবল কিডনি প্রতিদিন প্রায় ৩০০ বার মানুষের শরীরের রক্ত পরিষ্কার করে।

১৪। মানব দেহের চার ভাগের এক ভাগ হাড়ই থাকে তার পায়ে।

১৫। খাবার খেতে মাত্র কয়েক মিনিট লাগলেও আপনার পাকস্থলি তা সম্পূর্ণ হজম করতে সময় নেয় প্রায় ১২ ঘন্টা।

১৬। মানুষের ডিএনএ-এর ৯৮.৪ শতাংশ শিম্পাঞ্জির সাথে এবং ৭০ শতাংশ জোঁকের সাথে মিলে যায়।

১৭। মানুষের মস্কিষ্ক দিনের বেলার তুলনায় ঘুমের সময় বেশি সক্রিয় থাকে।

১৮। মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া বড়োজোর পাঁচ থেকে দম মিনিট বেঁচে থাকতে পারে।

১৯। মানুষের আঙুলের ছাপ তৈরি হয় মাত্র ৩ মাস বয়সে, তাও ভ্রুণ অবস্থায়।

২০। মানুষের মুখের লালায় ওপিওরফিন নামে এক পেনকিলার পাওয়া যায়, যেটা মরফিনের থেকে ৬ গুণ বেশি শক্তিশালী।

২১। একজন মানুষের জীবদ্দশায় তার শরীর থেকে ২২ কিলোগ্রাম চামড়া খসে পড়ে।

২২। মানুষের মস্কিষ্কের স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা ৪ টেরাবাইটেরও বেশি।

২৩। মানবদেহের পাকস্থলীতে তৈরি অ্যাসিড লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে।

 

আজকের আলোচনা মানব দেহের কিছু মজার অজানা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। মানুষের দেহের ২৩ টি মজার অজানা তথ্য জেনে নিয়ে আপনি আপনার বন্ধুকেও জিজ্ঞেস করতে পারবেন। মানব দেহের অজানা তথ্য গুলো থেকে আপনি কয়টা আগে জানতেন তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More