সস্তা চার্জার দিয়ে ফোন চার্জ দিবেন না। ফোন ব্লাস্ট হয়ে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা!!
সস্তার চার্জার দিয়ে ফোন চার্জ দিবেন না ব্লাস্ট হয়ে ঘটে যেতে পারে
১. শর্ট সার্কিটঃ
২.সস্তার চার্জার ব্যবহারঃ
এই ভুলটিতে ব্যবহারকারীদের কোনো হাত নেই। ফোনটি তৈরি করার সময় যদি লিথিয়াম-আয়ন ব্যাটারিকে সঠিকভাবে পরীক্ষা না করা হয় তবে ফুলতে পারে, ফাটতে পারে।
৪.অতিরিক্ত চার্জ দেওয়াঃ
আমরা অনেকেই সারারাত ফোন চার্জে বসিয়ে দিই। এটির ফলে ফোন ওভার হিটিং করে ও ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কাজ থেকে দূরে থাকুন।
৫.অতিরিক্ত গেম খেলাঃ
ফোন গরম হওয়ার জন্য অন্যতম একটি জিনিস হলো প্রসেসর। অতিরিক্ত গেম খেললে প্রসেসরের উপর চাপ পড়ে। এর ফলে ফোন গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে।
৬.অধিক সময় ফোন রোদে ফেলে রাখাঃ
ফোনকে যদি অনেকক্ষণ রোদে ফেলে রাখেন তাহলে ফোন গরম হয়ে যেতে পারে। ফোনের স্ক্রিনে দীর্ঘক্ষণ সূর্যের আলো পড়লে ফোন গরম হয়। এটি এক গবেষণায় প্রমাণিত।
এজন্য বাইরে যখন যাবেন তখন ফোনকে ব্যবহার যদি না করেন তাহলে হাতে নিয়ে ঘুরবেন না। একটা ব্যাগের মধ্যে রাখুন। এতে আপনার ফোন সুরক্ষিত আর আপনিও।
Comments are closed.