লেখা পোস্ট করার নিয়ম

আজকে আপনাদের দেখাবো,লেখা পোস্ট করার নিয়ম। কিভাবে আপনি আমাদের ওয়েব সাইটে লেখা জমা দিতে পারবেন। দয়া করে স্টেপ বাই স্টেপ ফলো করুন। তাহলে অবশ্যই পারবেন।

লগ ইন লিঙ্ক

প্রথমেই উপরের লগ ইন লিঙ্ক এ ক্লিক করে লগ ইন পেজে যাবেন। তার পর আপনার একাউন্ট করতে যে ইমেইল বা ইউজারনেম দিছেন। সেটা প্রথম ফাকা বক্স এ দিবেন। তারপর দ্বিতীয় ফাকা বক্স এ আপনি পাসওয়ার্ড দিবেন। তার পর লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি আপনার প্রফাইলের ড্যাশবোর্ড দেখতে পারবেন।
তারপর উপরের ছবিতে দেখানো তীর চিহ্নিত স্থানে ক্লিক করুন। তারপর ২ নং তীর চিহ্ন দিয়ে দেখানো অপশন (Post) এ ক্লিক করুন। তার পর ৩ নং তীর চিহ্নে দেখনো অপশন (Add New Post) এ ক্লিক করুন।

অ্যাড নিউ পোস্ট (Add New Post) এ ক্লিক করার পর উপরের মত স্ক্রিন দেখতে পাবেন।  এখানে অ্যাড টাইটেল (Add Title) এ আপনার লেখার টাইটেল/হেডলাইন বা শিরোনাম দিবেন। ক্রস চিহ্নিত স্থানে কিছু দেয়ার দরকার নাই। তারপর নিচের দিকে নামতে থাকবেন।

নিচের দিকে একটি ফাকা বক্স দেখতে পাবেন। সেখানে আপনার মুল পোস্ট বা লেখা দিবেন। বক্সের নিচে আপনি দেখতে পারবেন আপনার পোস্টের শব্দের পরিমান (Word Count). আপনি ইচ্ছে করলে এইখানে অর্ধেক পোস্ট লিখে রাখতে পারেন, এবং পরে অন্য সময় আবার এসে বাকি অর্ধেক পোস্ট লিখতে পারবেন। অর্ধেক পোস্ট লিখে সেভ করে রাখতে এবং অন্য সময় এসে বাকি অর্ধেক পোস্ট লিখতে আপনাকে সেভ ড্রাফ্‌ট করে রাখতে হবে।

যখন পুরো পোস্ট লেখা শেষ হবে তখন সেটা সরাসরি পাব্লিশ করার জন্য,  নিচের দিকে ক্যাটেগরি (Category) আছে, সেখান থেকে পোস্টের ক্যাটেগরি (Category) সিলেক্ট করবেন। তারপর সাবমিট ফর রিভিউ (Submit For Review) বাটনে ক্লিক করবেন। আপনার কাজ শেষ, পোস্ট শীঘ্রই পাব্লিশ হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More